মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার কবির উদ্দীনকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। মঙ্গলবার সকালের দিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান তাকে স্ট্যান্ড রিলিজের এ আদেশ দেন। নির্বাচন অফিসার কবির উদ্দীনকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাচন অফিসার এবং মিরপুরের নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তীকে মেহেরপুর সদরে নির্বাচন অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের স্বারক নং ১৭,০০,০০০০,০১৫,১৯,০০১, ২২,২৮০ প্রজ্ঞাপনে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবলায়ের আওতাধীন মাঠ পর্যায়ের নিম্নলিখিত কর্মকর্তাদের পদায়ন করা হলো। উল্লেখ্য, আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে কবির উদ্দীন সহকারী রিটার্র্নিং অফিসারের দায়িত্বে ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ