মেহেরপুর অফিস: মেহেরপুর সদর থানা চত্বরে পরিত্যক্ত বোমা নিয়ে খেলতে গিয়ে তা বিস্ফোরণে সাইদ হোসেন (১১) ও রুবেল হোসেন (১১) নামের দুই শিশু আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে থানার মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহতদের পুলিশ সদস্যরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করে। সাইদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার অমৃত সরকার জানান, বোমার আঘাতে দুই শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে। মধ্যে সাঈদের বোমা বিস্ফোরণের ফলে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন জানান, আহত দুই শিশু প্রতিনিয়তই থানায় খেলতে আসে। খেলার সময় তারা কৌটার মতো কিছু একটা পেয়ে তা খোলার চেষ্টা করে। এটা ইটের নিচে রেখে আর একটা ইট দিয়ে আঘাত করার পরেই বিষ্ফোরণ ঘটে। থানার মধ্যে মসজিদের পাশে পরিত্যক্ত বোমা দুটি থেকে এ ঘটনা। আমারা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাটি অনাকাক্সিক্ষত জানিয়ে তিনি বলেন, বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া বোমা ভুলক্রমে এখানে পড়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঊর্ধ্বতন স্যারেরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।