গাংনী প্রতিনিধি: মেহেরপুরে হাসপাতালের প্রধান সহকারীসহ করেনায় ৩ জন আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টা পূর্ব ২৪ ঘণ্টায় জেলার ৩০টি নমুনা পরীক্ষায় ওই তিনজন নতুন শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১৪৬ জন। আক্রান্তরা হলেন মেহেরপুর গাংনী হাসপাতালের প্রধান সহকারী আসাদুল ইসলাম লিটন, মেহেরপুর পুলিশ লাইনের এক পুলিশ সদস্য ও মেহেরপুর বেড়পাড়ার এক নারী।
জেলা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা গেছে, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আসাদুল ইসলাম লিটনের কোমরে অস্ত্রপচার করা হয়েছে। চারদিন আগে ঢাকা থেকে অস্ত্রপচার শেষে তিনি বাড়ি ফিরলে নমুনা সংগ্রহ করে গাংনী হাসপাতাল কর্তৃপক্ষ। লিটনের শারীরিক অবস্থা ভালো রয়েছে জানিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম বলেন, তার বাড়ি লকডাউন ও সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। এদিকে মেহেরপুর পুলিশ লাইনের এক নায়েক ও বেড়পাড়ার এক নারী অসুস্থতাজনিত কারণে নমুনা প্রদান করেছিলেন। তাদের পজেটিভ হলেও শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানান চিকিৎসক। সিভিল সার্জন অফিসসূত্রে জানা গেছে, মোট ১৪৬ জন আক্রান্তের মধ্যে সদরে ৭৮, গাংনী ৫৩ ও মুজিবনগরে ১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮১ জন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ