মেহেরপুরে সাংবাদিকদের প্রশিক্ষণ সদনপত্র বিতরণ অনুষ্ঠানে মনির হায়দার

যত বেশি সাংবাদিকতা থাকবে সবখানে ততো বেশি স্বচ্ছতা আসবে 

মেহেরপুর অফিস: প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছের বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, যত বেশি সাংবাদিকতা থাকবে সবখানে তত বেশি স্বচ্ছতা আসবে। উদাহরণ হিসেবে তিনি সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইউক্রেন প্রেসিডেন্টের সংলাপ সাংবাদিকদের ক্যামেরার সামনে করা হয়েছে বলে বলে উল্লেখ করেন। তিনি বলেন, উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে প্রায়ইশ জনগণ সম্পৃক্ত কর্মকা-গুলো স্বচ্ছতা রাখার ক্ষেত্রে মিডিয়াকে ব্যবহার করা হয়। অর্থাৎ মিডিয়ার সামনে তারা এসব কাজগুলো সম্পন্ন করে থাকেন। তবে যারা এই স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবেন তাদের নিজেদের স্বচ্ছতা জবাবহিদিতার একটা বন্দোবস্ত থাকা দরকার। আজকে এখানে ৭০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এটা নিয়ে কথা হতে পারে যে- এত ছোট জেলা সেখানে এত সাংবাদিক কেন? আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে দুনিয়া ঘুরে যেটি পেয়েছি যে আরও বেশি সাংবাদিক থাকা দরকার। তবে সেটি কী ধরনের সাংবাদিক তা নিয়ে একটা বিকর্ত হতে পারে। তবে সব জায়গায় স্বচ্ছতা আনতে হলে স্বচ্ছ সাংবাদিকতা আরও বাড়াতে হবে। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা মিলনায়তনে সাংবাদিকদের প্রশিক্ষণ সদনপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রেস কাউন্সিল বাংলাদেশ-পিআইবি মেহেরপুর প্রেসক্লাবের সহযোগিতায় টিভি ও পত্রিকা সাংবাদিকদের জন্য পৃথক দুটি প্রশিক্ষণের আয়োজন করে। তিনদিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে গতকাল আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন মেহেরপুরের কৃতি সন্তান ও মেহেরপুরের এক সময়ের সাংবাদিক মনির হায়দার। এসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিক ও অতিথিদের জন্য তিনি উপহার প্রদান করেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, জীবনে সফল হওয়া সহজ তবে স্বার্থকতা অর্জন করা বড় কঠিন। আর এজন্য আপনাকে সৎ হতে হবে। সাথে থাকতে হবে নির্ভূলতা। এই দুটির সমন্বয় ঘটানোর মাধ্যমে স্বার্থকতা অর্জন করা সম্ভব।  সাংবাদিকতায় ইউরোপ-আমেরিকার বিভিন্ন অঞ্চলের উদাহরণ টেনে মনির হায়দার বলেন, আমি দেখেছি সেখানে প্রত্যন্ত অঞ্চল বা গ্রাম থেকেও পত্রিকা প্রকাশিত হয়। এগুলো তারা করছে এজন্য যে সেখানে লোকাল গর্ভমেন্ট খুবই স্ট্রং। পাবলিকের যাবতীয় অধিকারের বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার জন্য পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের ট্রাক্সের টাকায় যারা চলে তাদেরকে একটা প্রশ্নের মধ্যে রাখার জন্য পত্রিকা বা সংবাদ মাধ্যম তারা চালু রাখে।

তিনি আরো বলেন, সাংবাদিকতার মাধ্যমেই আপনি আপনার স্বার্থকতা দ্রুত অর্জন করতে পারবেন। কারণ এ পেশা থেকেই আপনি বৃহত্তর জনগোষ্ঠীর উপকারে আসতে পারেন। অন্য কোন পেশা থেকে এটি দ্রুত অর্জন করা সম্ভব নয়। এ জন্য দরকার নির্ভূলতা। আপনি যদি ২০টি রিপোর্ট নির্ভূলতার সাথে করতে পারনে, একটি রিপোর্ট যদি ভূল হয় তাহলে আপনার সমস্ত অর্জন শেষ হয়ে যাবে একটিমাত্র ভূলের কারণে। আপনি নিজেকে আলোচনায় রাখার জন্য ফেক নিউজ করতে পারেন, এতে আপনার আত্মমর্যাদা তৈরি হবে না। অনেক বেশি রিপোর্ট করার জন্য আপনি সামনে যা পাইলেন তা দিয়ে রিপোর্ট তৈরি করে দিলেন। দিন শেষে আপনি আপনার কাক্সিক্ষত জায়গায় নাও যেতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতাটাকে উন্নতি করতে পারেন। এজন্যই এ প্রশিক্ষণে সব সাংবাদিকদের বেশি বেশি করে অংশ নেয়া উচিৎ। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুর হক মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পদাক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, পিআইবি সহকারী প্রশিক্ষক জিলহাজ্জ উদ্দীন নিপুন ও সাংবাদিক তুহিন অরণ্য।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More