স্টাফ রিপোর্টার: মেহেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুর রহমান ফিরোজ আলীকে ও কাবিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফিরোজুর রহমান মেহেরপুর সদর উপজেলার আমদদহ গ্রামের মৃত বুরহান আলীর ছেলে ও আওয়ামী লীগের স্থানীয় নেতা। কাবিদুল ইসলাম মেহেরপুর শহরের ৯নং ওয়ার্ড শিশুবাগান পাড়ার মৃত ফড়ু মিয়ার ছেলে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথকুটি অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। মেহেরপুর সদর থানার এসআই প্রহলাদ রায়, এসআই সুজয় কুমর মল্লিক, এএসআই মাহবুব আলম, এএসআই মনিরুজ্জামান, এএসআই মো. হাসান শাহনেওয়াজ সঙ্গীও ফোর্স অভিযানে অংশ নেন। মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। আসামিদের গতকাল শুক্রবারই মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.