মেহেরপুরে বিএনপি ও জামায়াতের ৫৪ নেতাকর্মী বেকসুর খালাস

মেহেরপুর অফিস: বিগত সরকারের আমলে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের নামে ৮৬টি মামলার মধ্যে ২৪তম মামলার রায়। ২৪তম মামলার ৫৪জন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল রোববার দুপুরের দিকে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নুর নবী মামলার ৫৪ জন আসামিকে বেকসুর খালাস দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর নাশকতার অভিযোগে ১৯৭০ সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর ১৫, ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৪-৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সেলিম রেজা, নুরুল ইসলাম, রবিউল ইসলাম, রিয়াজুল ইসলাম, মোফাজ্জেল, আহাদ আলী, আজগর আলী, নুরুল ইসলাম, আলহাজ হোসেন আলী, হিমু, বিমল, মতিয়ার রহমান, হালিম, হাবিবুর রহমান, হাফিজুল, সাবদার আলী, শাহজাহান, হুমায়ুন কবীর, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ রাজন, সোহেল, ইসমাইল হোসেন জমিদার, মোল্লা মোহাম্মদ নাজমুল হোসেন, তোজাম্মেল হক, খান জাহান আলী, শেখ সাঈদ আহমেদ, আবুল হাসান, জাফর আলী আইনুদ্দিন, মো. নজরুল ইসলাম, ইমরান হোসেন, মনিরুজ্জামান, আব্দুস সালাম, শামসুল আলম, মহসিন আলী, আব্দুস সামাদ, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, শাজাহান খান, আবু ইউসুফ মিরন, সামাদুল, জাব্বার মাস্টার, সাইফুল ইসলাম, কামাল শেখ, মোহাম্মদ আসাদুল্লাহ, শাহাবুদ্দিন, আলামিন ওরফে বকুল, ইসরাইল, আব্দুল মতিন, ফারুক ওরফে আব্দুল বারী, সোহেল রানা ডলারকে আসামি করা হয়। দীর্ঘদিন পর রোববার মামলার সকল আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More