মেহেরপুর অফিস: গেল ২৪ ঘণ্টায় মেহেরপুরে নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোয়াব পরীক্ষার জন্য প্রেরিত নমুনাগুলোর মধ্যে থেকে গতকাল শনিবার রাতে ৮৩ টি রিপোর্ট পাওয়া যায়। এসব রিপোর্টের মধ্যে ৩৯ জনের রিপোর্ট পজেটিভ হয়েছে।
মেহেরপুর সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, সোয়াব পরীক্ষার জন্য পাঠানো নমুনাগুলোর মধ্যে শনিবার রাতে ৩৯ টি পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ১৩৫ জন। যার মধ্যে সদর উপজেলায় ৮৩ জন, গাংনী উপজেলায় ৩৬ জন ও মুজিবনগর উপজেলায় রয়েছেন ১৬ জন রয়েছেন। সম্প্রতি কেউ মারা না গেলেও পূর্বে থেকে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৮২ জন। যার মধ্যে সদর উপজেলায় ৮৪ জন, গাংনী উপজেলায় ৫৮ জন ও মুজিবনগর উপজেলায় ৪০ জন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৫২৩ জন। যার মধ্যে সদরে ২ হাজার ৮৬ জন, গাংনীতে এক হাজার ৭৭৯ জন ও মুজিবনগরে ৬৫৮ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছেন ১২৭ জন। যার মধ্যে সদরে ৮৪ জন, গাংনীতে ১৮ জন ও মুজিবনগরে ২৫ জন রয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদা সীমান্তে নারীসহ দুইজন চোরাকারবারি আটক : মাদক উদ্ধার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ