মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও দুইজন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ২৮ জন। নতুন আক্রান্ত দুইজন মেহেরপুর সদর উপজেলার একজন ও মুজিবনগর উপজেলার একজন বাসিন্দা রয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ১৭ জনের রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে দুইজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৬৬২ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৮৩ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৮৪ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩০৫জন, গাংনী উপজেলায় ২১০ জন এবং মুজিবনগর উপজেলায় ৬৯ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ২৮ জনের মধ্যে সদরে ১৯ জন, গাংনীতে পাঁচজন এবং মুজিবনগরে চারজন রয়েছেন। রেফার হয়েছেন ৫৪জন। যার মধ্যে সদর উপজেলার ৪০ জন, গাংনী উপজেলার ১২জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন।
এছাড়া, আরও পড়ুনঃ