মেহেরপুরে আবারও করোনার থাবা : আক্রান্ত ৩
মেহেরপুর অফিস: দীর্ঘ বিরতির পর নতুন করে মেহেরপুরে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনাভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা তিনজন। নতুন আক্রান্ত তিনজনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২১ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে তিনজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৫ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৭৮২ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৬৮৯ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩৭৭ জন, গাংনী উপজেলায় ২২৭ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন। বাকি চিকিৎসাধীন তিনজনের মধ্যে সদরে তিনজনই। মারা যাওয়া ১৯ জনের মধ্যে সদর উপজেলার ১১ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬১ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৬ জন, গাংনী উপজেলার ১৩ জন ও মুজিবনগর উপজেলার দুজন রয়েছেন।