মুজিবনগর প্রতিনিধি: প্রায় ৪২ লাখ টাকা ব্যয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাগার বিল খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। মুজিবনগর উপজেলার গুরুত্বপূর্ণ কৃষি এলাকা নাগার বিল ও আশেপাশের মাঠের পানি নিষ্কাশনের লক্ষ্যে ভৈরব নদীর মোহনা থেকে নাগার বিলের দিকে ৩.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজটি বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড বিএডিসি। গৌরিনগর গ্রামের নাগার বিলের খালপাড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসন ড. মুনসুর আলম খান। ভিডিও কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অমিতাভ সরকার।
উপস্থিত ছিলেন ক্ষুদ্রসেচ প্রকল্পের পরিচালক জিয়াউল হক, ক্ষুদ্রসেচ প্রকল্পের প্রধান প্রকৌশলী লুৎফর রহমান, যশোর সার্কেল (সওকা) তত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রশিদ, মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল, চিৎলা পাটবীজ খামারের যুগ্ম-পরিচালক রেজাউল হুদা, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, তৌফিকুল বারী বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের পরিচালক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম খোকনসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে প্রতিমন্ত্রীর পক্ষে ফলক উন্মোচন ও খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ