আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় রমজানকে সামনে রেখে উপজেলা ও থানা প্রশাসন বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার রনি আলম নূর বাজার তদারকি করেন। এসময় মূল্যতালিকা না থাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছেন তিনি।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য তদারকি করতে বের হন। তদারকির সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করেন। এসময় শহরের আলিফ উদ্দীন সড়কের মুরগী ব্যবসায়ী সুমনকে ১ হাজার টাকা, চাল ও ভূষিমাল ব্যবসায়ী জি.কে ট্রেডার্সের মালিক গোলাম কিবরিয়া বাবুকে ১ হাজার টাকা, মুরগী ব্যবসায়ী ইমন আহমেদকে ১ হাজার, রাজকে ১ হাজার টাকা, ফল ব্যবসায়ী রনিকে ১ হাজার টাকা, রুবেল আহমেদকে ১ হাজার টাকা, মাছ বাজারের ১৩ মাছ ব্যবসায়ীকে ২ হাজার ৬শ টাকা জরিমানা করেন।
এছাড়া বাজারের প্রতিটি ব্যবসায়ীকে মূল্য তালিকা টাঙানোর জন্য নির্দেশ প্রদান করেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, এসআই আশিকুল হক, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, পৌরসভার স্টাফ সায়েম প্রমুখ।