মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে মোটরসাইকেলসহ ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ৩টার দিকে মুজিবনগর থানার এসআই প্রহলাদ রায়, এএসআই দরবেশ সঙ্গীয় ফোর্স উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর বাগোয়ান রোডের দরগা পাড়ার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আনন্দবাস গ্রামের (ফিল্ডপাড়ার) জব্বার আলীর ছেলে সুজন আলী (৪৫) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল এবং বস্তায় ভরা অবস্থায় ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, পলাতক আসামির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে এবং আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।