মুজিবনগরে ইউএনও এবং ডাক্তারসহ আক্রান্ত এলাকার সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ
করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ব্যক্তির দাফন কাজে অংশগ্রহণ
মুজিবনগর প্রতিনিধি,
মাথাভাঙ্গা অনলাইন:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ করোনা ভাইরাস আক্রান্ত এলাকায় সন্দেহভাজন মানুষের নমুনা সংগ্রহ করা হচ্ছে। বুধবার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা এক ব্যক্তির দাফন-কাফনের কাজে অংশ নিয়েছিলেন ইউএন, স্বাস্থ্য কমকর্তা, এবং ওসিসহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা। দাফন-কাফন ও মৃত ওই ব্যক্তির চিকিৎসা সংস্পর্শে আসা ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট ২৭ জনকে গতকাল বৃহস্পতিবার কোয়ারিন্টিন করছেন। মেহেরপুর সিভিল সার্জন সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। পাশের গ্রামের এক ব্র্যাক কর্মী কোভিড-১৯ পজিটিভ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছে। মৃত ব্যক্তি ও চিকিৎসাধীন ব্যক্তির সংস্পর্শে যারা যারা এসেছিলেন তাদের নমুনা সংগ্রহ অব্যহত রয়েছে।