মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দালালসহ ৬ জন ৫৮ বিজিবি’র হাতে আটক হয়েছে। বুধবার রাতে উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৪জন বাংলাদেশী নাগরিক ও ২ দালালসহ ৬ জনকে আটক করে ৫৮ বিজিবি’র অধিনস্থ সামন্তা বিওপির টহল দল। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার সরনখোলা থানার রাজাপুর গ্রামের আব্দুল সবুরের ছেলে আল বারু (৩৪), একই জেলার মোড়লগঞ্জ থানার আমতলী গ্রামের মাহমুদ শেখের ছেলে শামীম হোসেন (২৫), মোড়লগঞ্জ গ্রামের বাবুল মিয়ার মেয়ে সালমা আক্তার (৪০), খুলনা জেলার কুলিরবাগান থানার পুরানা মাইল গ্রামের জয়নালের ছেলে ইউনুস আলী (২৬) এবং পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার বাউলি গ্রামের সালাউদ্দিনের ছেলে পারভেজ (২০) ও সামন্তা গ্রামের ওলিয়ারের ছেলে লিটন (১৯)।
৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অবৈধভাবে ভারতে প্রবেশকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। বুধবার সকালে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।