মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে লড়াইঘাট সীমান্তে মর্টার সেল পাওয়া গেছে। ভারতীয় বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে মহেশপুর ৫৮-বিজিবি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাওয়া গেলে ভারতীয় মর্টার সেল। গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি শিমের জমিতে এই মর্টার সেলটি পাওয়া যায়। স্থানীয়রা জানায়, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে বিজিবি লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলো এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমের জমিতে গিয়ে মর্টারসেল দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। কৃষক নাজু হোসেন বলেন, আমরা ১৬ তারিখে ভেবেছিলাম ড্রোনের কারণে বা অন্য কোনো কারণে এমন হয়েছে। বিষয়টি নিয়ে সে সময় তেমন গুরুত্ব দিই নি কিন্তু আজ (গতকাল) সকালে মাঠে গিয়ে মর্টার সেল দেখতে পাই। এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টার সেল পাওয়ার ঘটনায় ভারতীয় বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। এ বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেছে। আগামী ২ সেপ্টেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে বলে ৫৮-বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এছাড়া ঢাকা থেকে বোম্বা ডিস্পোজাল ইউনিট এসে মর্টার সেল নিষ্ক্রিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে বিজিবি ও পুলিশ এলাকা ঘিরে রেখেছে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.