মহেশপুরের পাচারকালে মানবপাচারকারী মোটরসাইকেলসহ আটক

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের ৫৮-বিজিবি একজন নারীকে ভারতে পাচারে সময় মোটরসাইকেলসহ পাচারকারী সদস্য আটক, সামন্তা থেকে ভিকটিম উদ্ধার মানবপাচার আইনে মহেশপুর থানায় মামলা দায়ের। মামলার এজাহার সূত্রে প্রকাশ, আসামি আশিক মন্ডলের সাথে উদ্ধারকৃত ভিকটিমের পূর্বের পরিচয় সূত্রে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাকে মহেশপুর নিয়ে আসে। মহেশপুর চৌগাছা বাসস্ট্যান্ড থেকে ২৪ তারিখ দুপুরে কাজিরবেড় ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামের ২নং আসামি বুদো মন্ডলের ছেলে হাবিবুর রহমানের বাসায় নিয়ে যায়। এরপর পাচারকারী চক্র তাকে ভারতে পাচারের পরিকল্পনা করলে গোপন সূত্রে সংবাদ পেয়ে সীমান্ত বিওপির হাবিলদার হাসমত আলীর নেতৃত্বে টহল দল মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুল আলী মন্ডলের ছেলে আশিক ম-লকে (২২) আটক করে এবং যশোর জেলার শার্শা থানা শখিরীপোতা গ্রামের এক ভিকটিমকে উদ্ধার করে। এ বিষয়ে মহেশপুর থানায় মানবপাচার দমন আইনে মামলা হয়েছে। যার নম্বর ৮৭ (৪) ২০২৫ ইং। গতকাল শনিবার সকালে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মানবপাচার আইনে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদেরকে আটকের চেষ্টা চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More