ভ্রাম্যমাণ আদালতে তিন অবৈধ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা
গাংনীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো কার্যক্রম
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে তিনটি অবৈধ ইটভাটা থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুর থেকে শুরু করে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ (৪) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। একই সাথে এসব ইটভাটার সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে অভিযান শুরু হয়। সরকারি আদেশ অমান্য করায় ভাটপাড়া রিপন ব্রিকস্ থেকে দুই লাখ টাকা, কসবা হিরা ব্রিকস্ থেকে দুই লাখ টাকা ও মহিষাখোলা টু-স্টার ব্রিকস্ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাজেদুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফ্ফর হোসেন। এ সময় সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী ও পুলিশের পৃথক দুটি টিম।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.