কোটচাঁদপুর প্রতিনিধি: বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছে ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া এক কিশোরী। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের কাশিপুর গ্রামে।
জানা যায়, প্রতিবছর বিজয় দিবসের অনুষ্ঠান হয় কাশিপুর গ্রামের মিনুর বাড়ির সামনে। গত বুধবার দিবসটি পালনে স্থানীয়রা আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাত ১০ টার দিকে ওই গ্রামের জনৈক ব্যক্তির ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া মেয়ে অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলো। এ সময় কয়েকজন দুস্কৃতকারী তাকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী মাঠে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ওই মেয়ের জবানবন্দি অনুযায়ী রাতেই পুলিশ তিনজনকে আটক করে। যার মধ্যে রয়েছে বড়বামনদহ গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাকিব (২২), মোতালেব কাজীর ছেলে মোহাম্মদ আলী ও জিহাদ। পরে যাচাই-বাচাই করে একজনকে ছেড়ে দেয় পুলিশ। বাকী দুজনকে আদালতে পাঠিয়ে দেয়া হয়। এ ব্যাপারে স্কুলছাত্রীর মামা গতকাল বাদী হয়ে থানায় মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ তার মেডিকেল করানোর জন্য ঝিনাইদহে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ওয়াহেদ আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক করা হয়েছে দুইজনকে। ওই মেয়ের ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে।