বিচার দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন
চুয়াডাঙ্গা লিগ্যাল এইড কমিটির মাসিকসভায় জেলা ও দায়রা জজ জিয়া হায়দার
স্টাফ রিপোর্টার: নিখরচায় আইনগত সহায়তা প্রদানের বিষয়ে বিষদে প্রচার প্রচারণার পাশাপাশি দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার মধ্যদিয়ে বিচার প্রার্থীদের আস্থা অর্জনে আন্তরিক হওয়ার পুনঃপুনঃ তাগিদ দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জিয়া হায়দার। লিগ্যাল এইড চুয়াডাঙ্গা জেলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানিয়ে বলেছেন, সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকার লিগ্যাল এইড’র মাধ্যমে আইনজীবী নিযুক্ত করে। সরকার যে অর্থ ব্যয় করে তা জনগণের। ফলে দেশবাসীর অর্থ যাতে যথাযথভাবে কাজে লাগে সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকেই কর্তব্যপরায়ণ হওয়া প্রয়োজন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গতসভার কার্যবিবরণী উপস্থাপনসহ স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব তথা জেলা লিগ্যাল এইড অফিসার মো. সাইফুদ্দিন হুসাইন। সভায় আইনগত সহায়তা প্রদানের পত্রসমূহের ওপর অবহিত করে বলা হয়, নতুন ৪১টি আবেদন দাখিল হয়েছে। তা সর্বসম্মতিক্রমে অনুমোদনের পাশাপাশি নিয়োগকৃত আইনজীবীগণের দাখিলী বিলও অনুমোদন করা হয়। লিগ্যাল এইড কার্যক্রম বৃদ্ধি ও নৈতিকতা বিষয়ে সভার সভাপতি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে মতামত শোনেন। সভায় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল’র বিজ্ঞ বিচারক নুসরাত জেরিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান শিশির, জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন, জেলার বিদায়ী জেলা কারাগার কর্মকর্তা শওকত মিয়া, জিপি অ্যাড. আশরাফুল ইসলাম খোকন, জেলা বিশেষ পিপি অ্যাড. আবু তালেব, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতসহ সভাপতি অ্যাড. হেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ অভিমত ব্যক্ত করেন। চুয়াডাঙ্গা জেলার শওকত মিয়া সভাকে অবহিত করে বলেন, ইতোমধ্যেই বদলির আদেশ পেয়েছি। ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারে যোগদানের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ছাড়তে হবে। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন। সভায় নবাগত ৩ জন সদস্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিকে স্বাগত জানানো হয়।
সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে লিগ্যাল এইড’র কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে কমিটির সকল সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রুটলেবেলে হতদরিদ্ররাও যাতে বিনা খরচে ন্যায় বিচার পেতে পারে সে লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি করতে বহুল প্রচার প্রচারণা প্রয়োজন। এ লক্ষ্যে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বিশেষ সচেতনতামূলক সভার আয়োজন করা যেতে পারে। ডিশক্যাবলের মাধ্যমেও প্রচার করার পদক্ষেপ নিতে হবে। স্থানীয় পত্রিকাগুলোতেও বিনামূল্যে বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করা প্রয়োজন। প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করার পাশাপাশি লিগ্যাল এইড’র মাধ্যমে বিচার প্রার্থীদের আস্থা অর্জনে আরও বেশি আন্তরিক হতে হবে। এতে বিচারপ্রার্থীদের আস্থা বাড়বে।