পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছে পুলিশ
আলমডাঙ্গার জেহালা বিট পুলিশিং সমাবেশে পুলিশ সুপার জাহিদুল ইসলাম
মুন্সিগঞ্জ প্রতিনিধি: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের ১০নং বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জ ফুটবল মাঠে আলমডাঙ্গা থানা পুলিশের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম (বিপিএম সেবা)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পেশাদারিত্বের পাশাপাশি অনেক মানবিক কাজে অংশগ্রহণ করছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সার্বক্ষণিক আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। দিনের সাথে পাল্টে গেছে পুলিশের ভ‚মিকা। একটি সময় ছিলো পুলিশের নিকট জনগণ যেতে হতো বর্তমানে পুলিশ জনগণের দৌড়গোড়ায় পৌছাই গেছে। একটি সময় ছিলো এ আলমডাঙ্গা উপজেলায় মাদক ও সন্ত্রাসের অভায়রণ্য। পুলিশের তৎপরতায় সন্ত্রাসী নেই বললেই চলে। তবে, মাদক সেবীদের সেই অভায়রণ্য আজ বিলুপ্তির পথে। জেলা পুলিশ সার্বক্ষণিক মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর ভ‚মিকা পালন করে আসছে। তিনি আরো বলেন, কেউ অপরাধ করে পালিয়ে থাকতে পারবে না। আপনারা যে কোন অপরাধম‚লক ঘটনা জানতে পারলে সরাসরি আমাকে জানাবেন। পুলিশ মানুষের বন্ধু।
তিনি আরোও বলেন, বিট পুলিশিং নিঃসন্দেহে ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতন বিরোধী সচেতনতা সৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতোমধ্যে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি বিটের নিজস্ব একটি ফেইসবুক পেইজ খোলা হয়েছে। প্রতিটি বিটে বিট অফিসারের নাম পদবিসহ সরকারি মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। যার দরুন স্ব- স্ব বিট আওতাধীন জনসাধারণ খুব সহজেই পুলিশের নিকট তাদের সমস্যাগুলো বলতে পারবেন এবং দ্রুত পুলিশী সেবা পাবেন। নারী ধর্ষণসহ যে কোনোপ্রকার নারী ও শিশু নির্যাতন রোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণজাগরণ সৃষ্টি করতে এবং নির্যাতিত নারী ও শিশুর পাশে থাকতে সবাইকে আহŸান জানান। নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো প্রকার অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থনে এ ধরণের অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করতে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন। আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন একরামুল হোসাইন, জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান সিলন। জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ইসলাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী। মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই রকিবুল ইসলাম, এএসআই সাহাবুদ্দিন লস্কর, এএসআই সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহŸায়ক হারুন অর রশিদ বকুল, ইউপি সদস্য রহিদুল ইসলাম, লিপন, লিপন, রুবেল আহমেদ, আহসান হাবীব বাবু, জসিম উদ্দিন, হাসেম মাহমুদ, আলমগীর কবির, আরিফা খাতুন, হালিমা খাতুন, লাভলী খাতুন, পিঞ্জিরা খাতুন। জনগণের মধ্যে উন্মুক্ত বক্তব্য রাখেন নান্নু ও তৌহিদ প্রমুখ।