পায়ে আঘাত পেয়ে তিন সপ্তাহের বিশ্রামে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বামপায়ে আগাত পেয়ে শয্যাগত রয়েছেন। গতপরশু শুক্রবার রাতে তিনি কবরী রোডস্থ নিজবাড়ি পড়ে গেয়ে আঘাত পান। এক্স-রে সহ প্রয়োজনীয় পরীক্ষা করে অর্থোপেডিক কনসালটেন্ট ডা. মিলনুর জোয়ার্দ্দার চিকিৎসা দেয়ার পাশাপাশি ৩ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
সংশ্লিষ্টসূত্র বলেছে, লিগামেন্ট গুরুতর আঘাতের কারণে হাটুতে ব্যান্ডেজ করতে হয়েছে। স্বাভাবিকভাবে চলাচলের সুযোগ নেই। তিন সপ্তাহের চিকিৎসা নেয়ার পর তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন। পায়ে আঘাত পেয়ে অসুস্থ হওয়ার খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিলসহ অনেকেই ছুটে যান তাকে দেখতে।