দামুড়হুদা জুড়ানপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমপি টগর

উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহ্বান
দামুড়হুদা অফিস: দ্বাদশ সংসদীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হাজি মো. আলী আজগার টগর নির্বাচনি পথসভা শুরু করেন। দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়ন থেকে গতকাল সোমবার বেলা ৪টার সময় বিষ্ণুপুর বাজারে জোড়া বটতলায় এ পথসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনি পথসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর প্রথমেই স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা মাত্র সাড় ৩ বছর আমাদের মাঝে পেয়েছি। তারপরেই সরাসরি মেজর জিয়াউর রহমানের মদদে বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করা হয়। তিনি একমাত্র বাংলাদেশের আপামর সাধারণ মানুষের কথা ভাবতেন। তার দেখানো পথেয় তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে। ডিজিটাল বাংলাদেশের গ-ি পেরিয়ে দেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। জননেত্রী শেখ হাসিনায় প্রথম সাধারণ মানুষের কথা ভেবে ভাতা চালু করেন। বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃকালীন ভাতা প্রতিবন্ধী ভাতাসহ অসংখ্য ভাতা প্রদান করে যাচ্ছেন। উপস্থিত জনগণের সামনে তিনি বলেন আপনারা কি জননেত্রী শেখ হাসিনাকে ভালো বাসেন? যদি ভালোবেসে থাকেন তাহলে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করতে আহবান জানান। বিগত দিনে আমরা বিএনপির নমিনেশন দেয়া আমরা দেখেছি, লন্ডন থেকে তারেক জিয়া দেয় একজন প্রার্থীকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেন একজনকে আবার রিজভী সাহেব দেন একজনকে। শেষমেশ আমরা কি দেখলাম তারা নির্বাচন না করেই ভোটের মাঠ থেকে সরে গেলেন। আর এবারো তারা ভোটা না এসে দেশ ব্যাপী নাশকতা নৈরাজ্য ও অগ্নি সংযোগ জালাও পোড়াও করছে। নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন ১নং জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, পার-কৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, জেলা জজকোর্টের সাবেক পিপি অ্যাড. নুরুল ইসলাম, অ্যাড. ফিরোজ আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মকলেছুর রহমান, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রহিম মাস্টার, যুবলীগ নেতা জাকির হোসেন, জুড়ানপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, খাইরুল ইসলাম, মহিদুল ইসলাম, শামীম রেজা, রেজাউল হক, কালাম, গোলাম মস্তফা, আসাদুল হক, জালাল উদ্দীন এনামুল হক, মইনুল হক, রশিদ, কুদ্দুস। জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর সহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ সমর্থিত হাজার হাজার কর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনী পথসভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন জুড়ানপুর ফুকানিয়া হাফিজিয়িা মাদরাসার হাফেজ খালিদ সাইফুল্লা। পথসভাটি সঞ্চালনা করেন জুড়ানপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার নান্নু।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More