কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে কানাইডাঙ্গা গ্রামের ময়না ফেনসিডিলসহ আটক হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নির্দেশে এসআই কেরামত ও এএসআই গণপতি সরকার এবং জাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার শামীমের বসত বাড়ীতে। এসময় শামীমের স্ত্রী মোছা. ময়না খাতুনের (২৩) কাছে থাকা ৪০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ সদস্যরা। দামুড়হুদা থানায় ময়নাকে আসামি ও তার স্বামী শামীমকে পলাতক আসামি করে মামলা করা হয়। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানাইডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ শামীমের স্ত্রী ময়নাকে আটক করি। এসময় শামীম পালিয়ে যায়। ময়নাকে আসামি ও তার স্বামী শামীমকে পলাতক আসামি করে মামলা দায়ের হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ