দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪৬তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা উপলক্ষ্যে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে প্রস্তুতিমূলকসভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফারহানা ওয়াহিদ, দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. নিলীমা আক্তার, দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রভাষক শরিফুল আলম মিল্টন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, দামুড়হুদা পাইলট সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা আইসিটি প্রোগ্রামার আরিফুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, উপজেলা পাট উন্নয়ন উপসহকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদ, বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.