করোনা : ২৪ ঘণ্টায় মেহেরপুরে তিন ও ঝিনাইদহে আরও ৪৬ জন শনাক্ত

মাথাখাঙ্গা ডেস্ক: মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১১৫ জনের শরীরে করোনা শনাক্ত হলো। অপরদিকে, ঝিনাইদহে আরও ৪৬ জন করোনা শনাক্ত হয়েছেন। জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩৫ জনে।
মেহেরপুর অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও ৩ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১১৫ জন হলো। গতকাল বুধবার রাত ১০টায় মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। নতুন আক্রান্তের ৩ জনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। তারা হলেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের নাজমুল হক (২৮), মেহেরপুর শহরের ফুলবাগানপাড়ার জলিল আব্বাস (৩৯) ও আলউদ্দিন (৬৫)। সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাব থেকে ১৪টি নমুনা পরীক্ষার ফল আসে। যার মধ্যে গাংনী উপজেলার একজনসহ সদর উপজেলার তিনজনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। তিনি আরও জানান, প্রশাসনের সহযোগিতায় আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে। আক্রান্তরা নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন অফিসসূত্রে জানা যায়, এ পর্যন্ত মেহেরপুর জেলার ২ হাজার ১২১ জনের দেহের নমুনা পরীক্ষা করে মোট ১১৫ জন করোনা পজেটিভ হয়েছে। যার মধ্যে ৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন ৬ জন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে নতুন করে আরও ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩৫ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯২টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩৩টি পজেটিভ। এছাড়াও যশোর ল্যাবের ফলাফল অনুসারে কালীগঞ্জের বারবাজার পুলিশ ফাঁড়ির ১৩ জন। এ নিয়ে জেলায় বুধবার মোট ৪৬ জন। আক্রান্তরা হলেন সদর উপজেলায় ১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ২৩ জন, শৈলকুপা উপজেলায় দুজন, কোটচাঁদপুর উপজেলায় দুজন, মহেশপুর উপজেলায় দুজন, হরিণাকু-ু উপজেলায় ৩ জন। আক্রান্ত ৫৩৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১০ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More