কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামে জমি সংক্রান্তের জেরে প্রতিপক্ষের উপর হামলায় ৩জন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয়সুত্রে জানাগেছে, বয়রা গ্রামের মোঃ ইসলামের ছেলে বখতিয়ার, আতিয়ার ও সানোয়ারদের সাথে জমিজমা বিরোধের মিমাংসার কথা ছিলো একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিকদের।
গতকাল বিকাল ৬ টার দিকে মিমাংসায় বসার পর এক পর্যায়ে মোঃ ইসলামের ছেলে বখতিয়ার, আতিয়ার ও সানোয়ারের নেতৃত্বে তাদের পরিবারের নারীদের সঙ্গে নিয়ে কলিম উদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক, ওমর ফারুকের ছেলে ইব্রাহিম ও আলীর ছেলে আব্দুল মালেকের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় আহতদের পরিবারের লোকজন। এবিষয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল জানান, ইফতারের কিছুক্ষণ আগে বয়রা গ্রামে জমিজমা বিরোধ নিয়ে মারামারিতে কয়েকজন আহত হয়েছে। মারামারির সময় বেশ কয়েকজন নারী অংশ নিয়ে হামলা চালায়।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ