দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুরে ‘এইতো কাছেই আছি সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এইতো কাছেই আছি সমাজকল্যাণ সংস্থার আয়োজনে জুড়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এতিম, দুস্থ ও অসহায় মানুষদের হক পালনার্থে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ‘এইতো কাছেই আছি সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি আহসানুল হক মিঠুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলী সদস্য চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আহসান আলী মল্লিক, নাসির উদ্দিন মাস্টার, শহিদুল ইসলাম সরদার, ইউপি সদস্য মোখলেসুর রহমান, খলিলুর রহমান, আল মাসুম বাবু, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রকিব উদ্দিন, হাজী আশরাফুল হক মিলন মিয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আলীম, আনসার আলী মাস্টার, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সহ-সভাপতি মুনতাজ আলী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডিন ড. আমজাদ হোসেন রতন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজুর রহমান, সেলিম উদ্দিন মাস্টার, বিমান বাহিনীর সার্জেন্ট হারুন অর রশিদ প্রমুখ। ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন জুড়ানপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম। অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক ফরিদ উদ্দিন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.