দামুড়হুদা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পৃথক দুটি অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি-বালু ব্যাবসায়ী ও ক্লিনিক মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় ড্রেজার মেশিন দিয়ে ভৈরবনদীর মাটি খনন করে বিক্রি করার অপরাধে বালুমহল ও মাটিব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের লাল্টুকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্তান মোড়ে অবস্থিত সেবা ক্লিনিকের মালিক জহির উদ্দীন খানকে মেডিক্যাল প্যাকটিসের বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করেন। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের সহায়তা করেন দামুড়হুদা উপজেলা স্যানেটারি পরিদর্শক জামাত আলীসহ কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের একটি টিম।