ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কোমরপুরে ইজিবাইকের ধাক্কায় সুকলাল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি। স্থানীয়রা জানান, গতকাল বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কোমরপুর পূর্বপাড়া মসজিদের নিকট রাস্তা পার হচ্ছিলেন সুকলাল হোসেন। এসময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। নিহত ব্যক্তি দামুড়হুদা কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত রব্বানী ম-লের ছেলে। তিনি ৩ সন্তানের জনক ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আতিকুর রহমান জুয়েল। এ ঘটনায় নিহতের ছেলে নূর হোসেন জানান, আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ বিষয়ে দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক বলেন, বিষয়টি শুনেছি; লিখিত অভিযোগ এখন পর্যন্ত আসেনি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ