দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শপথ এবং অভিষেক অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর

কলুষমুক্ত ও আলোকিত সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম
হারুন রাজু: জমকালো আয়োজনের মধ্যদিয়ে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির শপথ এবং অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কেরুজ অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও প্রেসক্লাবের প্রধান পৃষ্টপোষক হাজি আলী আজগার টগর বলেন, আজ শপথ নিতে হবে বস্তুনিষ্ট ও ক্ষুরধার লেখনীর মধ্যদিয়ে দুর্নীতি, অপরাধ, মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার। সাংবাদিকরাই পারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। কোনো ভুল সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান, দেশ ও জাতির ক্ষতিসাধিত হয়, সেদিকে খেয়াল রেখে থাকতে হবে সজাগ। দেশের একটি গুরুত্বপূর্ণ শহরের নাম দর্শনা। তাই দর্শনার গুরুত্ব তুলে ধরতে হবে সাংবাদিকদেরই। সাংবাদিকরা যেমন দর্শনার উন্নয়নে শরীক হবে, তেমনি এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি কেরুজ চিনিকলটি টিকিয়ে রাখতে কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে আখচাষের প্রতি। দীর্ঘদিনের দ্বিধাদ্বন্দ্ব ভুলে আজ এক কাতারে দাঁড়িয়ে দর্শনার সাংবাদিকরা নিজেদের অবস্থান আরো মজবুত করেছে। আজকের এ আয়োজন আমাকে অভিভূত করেছে, করেছে মুগ্ধ। আমি চাই সবসময় এভাবেই মিলেমিশে থাকুক দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সকলে। তাই আসুন কলুষমুক্ত ও আলোকিত সমাজ গঠনে কাজ করি ঐক্যবদ্ধভাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র, প্রেসক্লাবের উপদেষ্ঠা মতিয়ার রহমান, কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক, প্রেসক্লাবের পৃষ্ঠপোষক মোশারফ হোসেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, মহাব্যবস্থাপক (প্রসাশন) প্রেসক্লাবের উপদেষ্টা শেখ শাহাব উদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান বুলেট, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলর সাবির হোসেন মিকা, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভায় প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতির পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করা হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডলের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক এসএম ওসমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সমিতির যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল। উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, মনিরুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ মাহমুদ হাসান রনি, মোস্তাফিজুর রহমান কচি, মেহেদী হাসান তুহিন, জিল্লুর রহমান মধু, রাজিব মল্লিক, হাসমত আলী, তারিক জামান, মাসুম বিল্লাহ, আ. রহমান, আ. হান্নান, সুকমল চন্দ্র দাস বাধন, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ রয়েল, আবিদ হাসান রিফাত, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাসুম বিল্লাহ। আলোচনা পর্বের শেষে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতিরি নবগঠিত কমিটি সদস্যদের শপথবাক্য পাঠ করান ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হাজি আলী আজগার টগর এমপি।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More