দর্শনা অফিস: দর্শনায় দোকান ঘরের চালের টিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত পরশু সোমবার রাতে দর্শনা বাসস্ট্যান্ডের ইলেকট্রনিক্স দোকানে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের চালের টিন কেটে ভিতরে প্রবেশ করে। টেবিলের ড্রয়ারের তালা ভেঙে নগদ টাকা ও মোবাইল কার্ডসহ প্রায় ৩০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে পালিয়ে যায়। ব্যবসায়ী হামিজ উদ্দিন জানান, দর্শনা বাসস্ট্যান্ড হল্ট স্টেশন সড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন হামিজ উদ্দিন ইলেকট্রনিক্স ও তৈয়ব আলী এন্টারপ্রাইজ নামের এই ব্যবসাপ্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। প্রতিদিনের মতো পরশু সোমবার রাতেও ব্যবসা প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে বাড়ি চলে যান। গতকাল মঙ্গলবার সকালের দিকে দোকান ঘরের শাটার তুলে দেখতে পান সব এলোমেলো অর্থাৎ অগোছালো হয়ে পড়ে আছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.