তিন দিন পর আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন : প্রচারণা তুঙ্গে

আলমডাঙ্গা ব্যুরো: আর মাত্র তিন দিন বাকী। আগামী ২৮ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন। এ নির্বাচনের ফলাফলই সকল তর্ক ও জল্পনা কল্পনার অবসান ঘটাবে। তবুও যেনো তর সইছে না প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের।
নির্বাচনকে ঘিরে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। অনেক প্রার্থীকে আত্মীয় পরিজন নিয়ে ভোটের মাঠে নামতে দেখা যাচ্ছে। তবে নির্বাচনে সমিতির কার্যকরী সব পদের প্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে সভাপতি পদ নিয়ে আলোচনা চলছে বেশী। তিন প্রতিদ্বন্দ্বির মধ্যে দুজন একই বংশের। তারা একে-অপরের চাচাতো ভাই হওয়ায় তৃতীয় প্রার্থী সাবেক সভাপতি হাজি মকবুল হোসেন প্রচারণায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষক মহল।
জানা যায়, আলমডাঙ্গা বণিক সমিতি আলমডাঙ্গার ব্যবসায়ী সম্প্রদায়ের সবচে বড় ও ঐতিহ্যবাহী সংগঠন।
স্বভাবতই এ সমিতির নির্বাচন বেশ জাকজমক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। ভোটারসহ সাধারণ্যে এ নির্বাচনকে ঘিরে কৌতুহল ও উদ্দীপনার শেষ নেই। শহরের প্রধান সড়ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। চায়ের দোকানের দেয়াল এখন পোস্টারে পোস্টারে শোভিত ও সুসজ্জিত। চা দোকানীদের কর্মব্যস্ততা বেড়ে গেছে। বেড়েছে পান ও সিগারেট বিক্রি। প্রার্থীরা নিজেদের পক্ষের ভোটারদের নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে। অনেকে আবার আত্মীয় পরিজন নিয়েও ভোটের মাঠে নেমেছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। ভোট প্রার্থনার পাশাপাশি দোয়া চেয়ে নিচ্ছেন।
তবে নির্বাচনী মাঠে ভোটারদের মধ্যে সব পদকে ছাপিয়ে সভাপতি পদ নিয়ে আলোচনা হচ্ছে বেশি। এবার সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান সভাপতি আরেফিন মিয়া মিলন, সাবেক সভাপতি হাজি মকবুল হোসেন ও সাইফুল ইসলাম লিটন। এদের মধ্যে আরেফিন মিয়া মিলন ও সাইফুল ইসলাম লিটন সম্পর্কে একই বংশের চাচাতো ভাই।
ফলে প্রচারণায় সবচে সুবিধাজনক অবস্থা পেয়ে গেছেন সাবেক সভাপতি হাজি মকবুল হোসেন। এমনটাই ধারণা করছেন ভোটের মাঠের সম্যক ওয়াকিবহাল মহল। তাদের যুক্তি প্রথমত: সাইফুল ইসলাম লিটন ও আরেফিন মিয়া মিলন একই বংশের সন্তান। সম্পর্কে তারা চাচাতো ভাই। গত তিন বছর আরেফিন মিয়া মিলন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে কারণে তার ব্যর্থতা ও ত্রুটিগুলো বেশি আলোচিত হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাজি মকবুল হোসেন প্রচার প্রচারণায় এগিয়ে থাকছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More