ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮৫ জন। এদিকে নতুন করে ৭৩ জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে আরও ২ জন মারা গেছেন। করোনা ওয়ার্ডে ৭৮ ও আইসোলেশনসহ মোট ভর্তি ১০৯ জন। সোমবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে আসা ২’শ ৭২জনের নমুনার ফলাফলের মধ্যে ৭৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৮৩ ভাগ। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৭ হাজার ২’শ ৬৭ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৩শত ৩৩ জন। তবে নতুন করে কেউ সুস্থ হয়নি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ