ঝিনাইদহে আ.লীগের সাবেক তিন এমপিসহ ৩২৯ জনের বিরুদ্ধে মামলা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার জেলা বিএনপির সভাপতির ভাতিজা রিপন বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এই মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা অস্ত্রসস্ত্র নিয়ে বিএনপি সভাপতি এম এ মজিদের কলাবাগান পাড়ার বাড়িতে ঢুকে ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়িতে থাকা ৩টি এসি, একটি আলমারি, ৩টি মিটিং টেবিল, ১৭০টি প্লাস্টিক চেয়ার, একটি প্রাইভেটকার, ৩টি মোটরসাইকেল ও বাসার মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। এই মামলায় ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, তাহজীব আলম সিদ্দিকী সমি, পাগলাকানাই ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা জেএম রশিদুল আলম, বাবু জীবন কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, আশফাক মাহমুদ জন, ওয়াল্টন জাহাঙ্গীর ও শ্রমিকলীগ নেতা আক্কাস আলীসহ ৩২৯ জনের নাম উল্লেখ করে ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যকে হুকুমের আসামি করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন জানান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। উল্লেখ্য, এর আগে গত ১৯ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির অফিস পোড়ানোর ঘটনায় ৪৬৮ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়। এই মামলায় ঝিনাইদহ র্যাব-৬ রোববার অভিযান চালিয়ে গোয়ালপাড়া গ্রামের হোসেন, পৈলানপুর গ্রামের আজাদ মোল্যা, নারায়ণপুর গ্রামের স্বপন মোল্যা, চুয়াডাঙ্গা গ্রামের সাজিদুল ইসলামকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.