স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলা শহরের পাগলা কানাই মাস্টারপাড়ার ফেরারী সবুজ বিশ্বাসকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। সোমবার বিকেলে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ জানিয়েছে, মাহাব উদ্দীনের ছেলে সবুজ বিশ্বাস কালিগঞ্জ থানার একটি অস্ত্র মামলার আসামি। বিচারে তার ১৮ বছরের কারাদণ্ডাদেশ দেন বিজ্ঞ আদালত। আসামি সবুজ বিশ্বাস আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নিদের্শনায় একটি অভিযানিক চৌকশ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবারই তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.