জীবননগর উপজেলার পক্ষ থেকে এমপি টগরকে সংবর্ধনা

জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি
জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনে টানা চতুর্থবারের নির্বাচিত সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরকে জীবননগর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জীবননগর উপজেলা পরিষদের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় জীবননগর উপজেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, শিক্ষক সমিতি ও ইয়ুথ এসেম্বলির পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগর বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে টানা পঞ্চমবার নৌকা প্রতীক দিয়েছেন। নৌকা প্রতীককে আপনারা ভালোবেসে ভোট দিয়ে চতুর্থবারের মতো এই আসনে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। দীর্ঘ ১৫ বছর এই অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আপনারা দোয়া করবেন বাকি কাজগুলো শেষ করে শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়তা করতে পারি। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মুক্তার প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন-জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, হাসাদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা তাহাজ্জত হোসেন, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল হক মিল্টন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাবিবুর রহমান লিটন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More