জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ দ্ইু মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের ইসলামপুর মোড় হতে মাদক কারবারি ইমন হোসেন (২০) ও বাপ্পি হোসেনকে (২২) গ্রেফতার করা হয়। বুধবার রাতেও একই স্থান হতে সমপরিমাণ ৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জীবননগর থানা সূত্রে জানা যায়, ওসি এসএম জাবীদ হাসানের নির্দেশে সাব ইন্সপেক্টর এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে ইসলামপুর মোড়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই জনকে আটক করে তাদেরকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের নিকট হতে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ইমন ও বাপ্পিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাকিলাডাঙ্গা গ্রামের রেজাউল ইসলামের ছেলে ও বাপ্পি একই উপজেলার ঘুগরী গ্রামের হুমায়ন কবিরের ছেলে। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার তাদেরকে চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হতে পারে বলে ওসি এসএম জাবীদ হাসান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ