জীবননগরে পুলিশ-বিজিবির অভিযানে ৪২টি সোনার বার ও গয়না উদ্ধার : আটক ৫

 

জীবননগর ব্যুরো: জীবননগর সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে জীবননগর থানা পুলিশ ও বিজিবি উপজেলার পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে ৪২টি স্বর্ণের বার, ৬ভরি ওজনের গয়না, ২টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারসহ ৫স্বর্ণ চোরাচালানীকে আটক করেন। উদ্ধারকৃত ৪২টি স্বর্ণের বারের ওজন ৫কেজি ৮১০ গ্রাম। যার বাজার মূল্য ৩কোটি ৯৫লাখ ৪২হাজার ২০৯টাকা। গত বৃহস্পতি ও শুক্রবার পুলিশ ও বিজিবি পৃথক এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় জীবননগর থানাতে পৃথক ৩টি মামলা দায়েরসহ ৫ আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে। জীবননগর থানা ও মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গত ৮জুন জীবননগর শহরের বদ্দিপাড়া হয়ে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল হাসপাতালের দিকে যাওয়াকালে দুর্ঘটনায় পতিত হয়। চালক দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেলে পুলিশ তা জব্দ করে। জব্দকৃত মোটরসাইকেল হতে ১২টি স্বর্ণের বার ও ৬ভরি ওজনের স্বর্ণের গয়না উদ্ধার করে। যার ওজন এক কেজি ৫শ’ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ২০লাখ ৭হাজার ৫শ’ টাকা। জীবননগর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা একই দিনে পাথিলা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি ৮৬৫গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেন। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য এক কোটি ৫৯লাখ ৯৮হাজার ৯৫৮টাকা। আটক স্বর্ণ চোরাকারবারি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের জাফর আলীর ছেলে সেলিম হোসেনকে (৩০) জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রকিবুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টিম গত ৯জুন উপজেলার হাসাদাহে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৪স্বর্ণ চোরাচালানীকে আটক করে। এ সময় তাদের নিকট হতে ২কেজি ২৪৫ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২কোটি ২৪ লাখ ৭৫হাজার ৭৫১টাকা। আটক ৪ স্বর্ণ চোরাচালানীকে মামলাসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়। আটক স্বর্ণ চোরাচালানী হলেন-নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের এবাদুল মোল্লা, মাহাবুব হাসান, রিয়াজ কাজী ও থাসিয়ান গ্রামের শেখ সোহেল রানা। পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা ও মহেশপুর ৫৮ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা র্স্বণসহ ৫জনকে আটকের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More