জীবননগরে পুলিশের অভিযানে যুবদল নেতা গ্রেফতার
জীবননগর ব্যুরো: গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে জীবননগর পৌর যুবদল নেতা মানিক মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মানিক জীবননগর পৌর যুবদলের প্রস্তাবিক কমিটির সাধারণ সম্পাদক বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার মানিকের বিরুদ্ধে থানাতে নাশকতা, নৈরাজ্য ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, গত ২৯ আক্টোবর জীবননগর থানায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২/৪/৫ ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা দায়ের করা হয়। এ মামলার পলাতক আসামি জীবননগর শহরতলির দৌলৎগঞ্জের গোলাম হোসেন মোল্লার ছেলে প্রস্তাবিত পৌর যুবদল কমিটির সাধারণ সম্পাদক মানিককে স্টেডিয়াম এলাকা থেকে গ্রেফতার করা হয়। থানার ওসি এসএম জাবীদ হাসানের নেতৃত্বে এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মানিককে গ্রেফতার করেন। তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.