জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। রোববার রাতে উপজেলার মনোহরপুরে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আদিল হোসেন (৩৫) ও সজীব (২২) কে গ্রেফতার করে। গতকাল সোমবার তাদেরকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই কেরামত আলী, এসআই হাসনাইন সোহান ও এএসআই সাইদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রোববার রাত ৯টার দিকে মনোহরপুরের আরিফের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের মনোহরপুর বাসস্ট্যান্ডের অদুর হতে ৩৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী আদিল উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং সজীব একই এলাকার সুলতানের ছেলে। তাদের বিরুদ্ধে থানাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতের বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন বলে জানা যায়।
পূর্ববর্তী পোস্ট
সৌদি পুলিশের হাতে আটক মতিয়ার গাংনীর সিন্দুরকোটা গ্রামের বাসিন্দা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ