জীবননগর ব্যুরো: জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের অভ্যন্তরীন সম্পদ বিভাগ হতে সম্প্রতি দেশের ৫০টি অধিক স্থলবন্দরের এসআরও জারি করে একটি গেজেট প্রকাশ করেছে। এই গেজেটে জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দরের অবস্থান ৬ নম্বরে রয়েছে। দৌলৎগঞ্জ স্থলবন্দরকে সচল করতে গেজেটভূক্ত করায় দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর বাস্তবায়ন কমিটির পক্ষ হতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল শনিবার রাতে দর্শনাস্থ তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর পূর্বে জীবননগর পাইলট হাইস্কুলের সভাকক্ষে বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম মোর্তুজা সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রাতে দৌলৎগঞ্জ-মাজদিয়া বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম মোর্তুজা ও সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, পৌর যুবলীগের সভাপতি এসএ শরিফুল ইসলাম ছোট বাবু, সাধারণ সম্পাদক মজিবর রহমান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল, ব্যবসায়ী জহিরুল ইসলাম, মুন্সী খোকন, আব্দুস সবুর, ফয়সাল খবির প্রমুখ নেতৃবৃন্দ সংসদ সদস্য হাজি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় নেতৃবৃন্দ দ্রুত বন্দরটি চালুর বিষয়ে সংসদ সদস্যর সাথে মতবিনিময় করেন। এর পূর্বে বিকেলে বন্দর বাস্তবায়ন কমিটির একসভা জীবননগর পাইলট হাইস্কুল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম মোর্তুজার সভাপতিত্বে ও আবু মো. আব্দুল লতিফ অমলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বন্দর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বলে জানা যায়। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড এ গেজেট প্রকাশ করে।