চুয়াডাঙ্গা-২ আসনের নৌকার প্রার্থী আলী আজগার টগরকে গণসংবর্ধনা
নির্বাচনী এলাকায় ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-২ আসনে আবারো আ.লীগের মনোনয়ন পেলেন এমপি আলী আজগার টগর। দলীয় মনোনয়ন নিয়ে ঢাকা থেকে তিনি গতকাল শনিবার ভোরে নির্বাচনী এলাকা দর্শনায় ফেরেন। দর্শনা পুরাতন বাজারস্থ বাসভবনে পৌঁছুলে এমপি টগরকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। বিকেলে দামুড়হুদা উপজেলা আ.লীগের আয়োজনে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এমপি টগরকে সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান সংবর্ধিত নেতা হাজি আলী আজগার টগরকে। সংবর্ধনাকালে এমপি আলী আজগার টগর বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে টানা ৫ বার মনোনয়ন দেয়ায় আমি জননেত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ মনোনয়ন আপনাদের জন্য। আপনারা আমাকে দোয়া, সমর্থন ও সহযোগিতা করেছেন বলে আজ আমি নৌকা প্রতীক পেয়েছি। তিনি বলেন, উন্নয়নের মধ্য দিয়ে দেশ আজ যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় জামায়াত-বিএনপি আবার আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। তারা তাদের সন্ত্রাসী কর্মকা-ের মধ্য দিয়ে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। পরাজয় নিশ্চিত ভেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়। দেশি-বিদেশি ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে আসছে। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়ে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেবেন। তিনি বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। মনোনয়ন যেকেউ চাইতেই পারে। আসুন আমরা সকল মান-অভিমান, চাওয়া-পাওয়া, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করি। তিনি বলেন, আপনাদের সহযোগিতা পেলে আমি এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ। এলাকার মানুষের ভালোবাসার ফসল হিসেবেই আবারো দলীয়ভাবে আমাকে মনোনীত করা হয়েছে। আমি বিশ্বাস করি এলাকার উন্নয়নের স্বার্থে আমাকে ভালোবাসা দিয়ে আবারো নির্বাচিত করতে আন্তরিকতার সাথে সকলে কাজ করবেন। তাই দেশ, জাতি তথা এ অঞ্চলের উন্নয়নের ধারা ধরে রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আ.লীগ সরকার গঠনে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাজি মো. আলী আজগার টগর গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় জীবননগর উপজেলার শেষ সীমানা হাসাদাহ বাজারে পৌঁছুলে হাজার হাজার দলীয় নেতাকর্মী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর দশ সহ¯্রাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তিনি জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চে আসেন। জীবননগর মুক্তমঞ্চে নৌকা প্রতীকের হাজি মো. আলী আজগার টগরকে গণসংবর্ধনার আয়োজন করা হয়। জীবননগর উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাজি মো. আলী আজগার টগর ঢাকা থেকে নিজ এলাকায় আসার খবর শুনে চুয়াডাঙ্গা-২ আসন এলাকার আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দুপুর থেকেই হাসাদাহ বাজারে প্রিয় নেতাকে বরণ করার অপেক্ষায় ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর মেয়র রফিকুল ইসলাম, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, চুয়াডাঙ্গা-২ আসনের সবগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, জীবননগর উপজেলা ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জীবননগর পৌরসভা, দর্শনা পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ হাজি মো. আলী আজগার টগরের শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।
দর্শনা অফিস জানিয়েছে, মোটর সাইকেল, মাইক্রোবাস শো-ডাউনের মধ্যদিয়েই গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনায় পৌছান হাজি আলী আজগার টগর এমপি। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভা চত্বর। নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, দর্শনা প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান, সমর্থক ও সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এমপি টগর। এমপি আলী আজগার টগরকে ফুলেল শুভেচ্ছা দেন দর্শনা পৌরভার পক্ষ থেকে মেয়র আতিয়ার রহমান হাবু। এছাড়া ফুলেল শুভেচ্ছা দেয়া হয় দর্শনা পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ. করিম, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন। দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক গোলাম ফারুক আরিফের প্রাণবন্ত উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত এডিএম শেখ শাহাব উদ্দিন, দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হযরত আলী, সহ-সম্পাদক আব্দুল মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.