চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

গ্রাম পর্যায়ে লিগ্যাল এইডের বার্তা পৌঁছে দেয়ার প্রত্যয়

স্টাফ রির্পোটার: ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এ সেøাগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিসবটি উপলক্ষ্যে গতকাল সোমবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় আয়োজিত আলোচনাসভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ বলেন, ২০১৩ সাল থেকে ২৮ এপ্রিল জাতীয় আইনগত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিভিন্ন আইন ও নির্দেশনা আছে। যেগুলোর উদ্দেশ্যে হলো মানুষকে আইনী সেবা দেয়া। সুপ্রীম কোর্ট কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি ও শ্রম আদালতের বিশেষ কমিটি রয়েছে। আইনী সহায়তা প্রত্যাশীদের সরকারি সহায়তা প্রদান করা। সরকার লিগ্যাল এইড অফিসার নিয়োগ দিয়েছেন। এটা একটা ফলপ্রসু প্রচেষ্টা। যারা অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষ তাদের আইনী সেবা দেয়া। ব্যক্তিগত আয় না থাকায় গৃহবধূরা আইনের কাছে যেতে পারে না। ফলে রাষ্ট্র তাদের জন্য এ আইন তৈরি করেছে। যারা আর্থিক সহযোগিতা দিতে পারে না, তাদের জন্য এ আইন তৈরি করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে চলার জন্য রাষ্ট্র ও দেশকে স্বাগত জানাই। মানুষ সেবা নিতে আসবে, তাদের জানাতে হবে। সেজন্য প্রচারণা দরকার। প্রচারণা অব্যাহত রাখতে হবে। গ্রাম পর্যায়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। এটা সরকারে একার দায়িত্ব না। সবার অংশগ্রহনের মাধ্যমে মানুষকে জানাতে হবে। বিনামূল্যে মানুষকে সেবা দেয়ার জন্য সরকার আইন প্রণয়ন করেছে তা মানুষকে জানানো ও উজ্জীবিত করতে হবে। আইনগুলো কল্যাণমুখী। প্যানেল আইনজীবীদের সম্মানীটা কিছুই না। অনুরোধ রাখবো সম্মানীটা যেন সম্মানের সাথে বাড়ানো হয়। যারা অসহায় হিসেবে আসবেন, তাদের অবস্থাটা নিয়ে ভাববেন। এখানে যেন কোন খাদ না থাকে। আপনারা দরদ দিয়ে ও মানসিকতা দিয়ে সেবাটা দেবেন। এটা একটা টীম ওয়ার্ক।
চুয়াডাঙ্গায় গতকাল সোমবার সকাল সাড়ে ৮ টায় জজকোর্ট চত্বরে কবুতর অবমুক্ত ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ। শোভাযাত্রাটি বড়বাজার শহীদ হাসান চত্বর প্রদিক্ষণ করে জেলা আইনজীবী সমিতিতে এসে শেষ হয়। এরপর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন লিগ্যাল এইড অফিসার সহকারী জজ মোরশেদ আলম। সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ^াস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী , সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, পুলিশ সুপারের প্রতিনিধি কোর্ট পরিদর্শক নাসির উদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক আহসান আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সরোয়ার বাবু, সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যানোর মধ্যে আলোচনা সভায় লিগ্যাল এইডের উপকারভোগী নাসরিন ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান ও প্যানেল আইনজীবী রফিকুল ইসলাম (১) বক্তব্য রাখেন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আকবর আালী শেখ ও প্যানেল আইনজীবী অ্যাড. আফরুজা আক্তারকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
প্রসঙ্গত: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা গঠন করেছে। প্রতিটি জেলা ও দায়রা জজ আদালতে লিগ্যাল এইড অফিসার সহকারী জজ পদমর্যাদার একজন বিচারক নিয়োগ করা হয়েছে। এখানে সরকারি খরচে দেয়ানী, ফৌজদারী ও পারিবারিক মামলা, অস্বচ্ছল, দরিদ্র ও অসহায় মানুষের মামলা , আইনগত পরামর্শ ও আপসযোগ্য বিরোধ/মামলা মীমাংসা করে থাকে। সরকার আপনার মামলা পরিচালনার জন্য বিনা খরচে আইনগত সহায়তা প্রদানের ব্যবস্থা করেছে। বিনামূল্যে আইনগত পরামর্শ ও তথ্য সেবার জন্য জাতীয় হেল্প লাইন ১৬৪৩০ (টোল ফ্রি) নাম্বারে কল করতে পারবেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেরেহপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা কমিটির উদ্যোগে সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) নূর নবী। আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান করছে। তাঁরা সাধারণ মানুষকে এই সেবার সুযোগ গ্রহণের আহ্বান জানান এবং আইনি সহায়তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা জজ মনজুরুল ইমাম, জেলা জজ নারী ও শিশু (নির্যাতন দমন ট্রাইবুনাল) তহিদুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মিনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, চিফ জুডিশন ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, জেলা বারের সভাপতি এ্যাড মারুফ আহমেদ বিজন, পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক টোটন সহ র‌্যালিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা আইনি সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সকল বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারী সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। গতকাল সোমবার সকাল ৯টায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী, পিপি এস এম মশিয়ূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইশারত হোসেন খোকনসহ সংশ্লিষ্ট নানা পেশার মানুষ অংশ গ্রহণ করেন। র‌্যালি শেষে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বিনামূল্যে আইনগত সহায়তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। সভায় সাধারণ জনগণের মধ্যে সরকারি খরচে ও অসহায় বিচারপ্রার্থীদের লিগ্যাল এইড সেবা প্রদানের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More