চুয়াডাঙ্গা ঝিনুক প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক খালেদা বেগমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ঝিনুক বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিক খালেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় (চেম্বার ভবনের পাশে) মেয়ে রউফুন নাহার রীনার বাড়িতে অবস্থানকালে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর। খালেদা বেগম ছিলেন সিনেমাহলপাড়ার প্রয়াত রউফ মিয়ার (সাবেক বিডি আর সদস্য) স্ত্রী এবং জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রউফুন নাহার রীনা এবং সাবেক ছাত্রদল নেতা খালেকুজ্জামান খোকনের মা।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। মরহুমার জানাজার নামাজ আজ শুক্রবার সকাল ৮টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে একই কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, খালেদা বেগমের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তারা শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। এক শোকবার্তায় তারা বলেন, খালেদা বেগম ছিলেন একজন ধার্মিক, দায়িত্বশীল ও স্নেহময়ী মা। তার অবদান পরিবার ও সমাজে ছিলো অনস্বীকার্য। তিনি যে সন্তানদের গড়ে তুলেছেন, তারা আজ সমাজের কল্যাণে কাজ করছেন, যা তার জীবন ও আদর্শেরই প্রতিফলন। তার মৃত্যুতে আমরা একজন গুণী ও শ্রদ্ধাভাজন মাকে হারালাম। এ শোক ভুলবার নয়। আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। এছাড়াও বাংলাদেশ শারীরিক শিক্ষার শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিক, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (ইসলাম রকিব), কোষাধক্ষ ফিরোজ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More