চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৭টায় সার্কিট হাউজ মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎকালে জেলা আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবাগত জেলা প্রশাসককে।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে নবাগত জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক হিসেবে যে ক’দিন থাকবো, সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে উন্নয়ন তরান্বিত করার সর্বাত্মক চেষ্টা করবো। চুয়াডাঙ্গার সকলকে এক পরিবারভুক্ত করে সরকারি নিদের্শনা পতিপালনের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব বলে বিশ^াস করি। বঙ্গবন্ধু কন্যা সুযোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা সম্মিলিতভাবে দারিদ্র্য বিমোচনসহ সরকারের সকল কর্মসূচি সুচারুরূপে বাস্তবায়ন করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। এ জন্য দরকার সহযোগিতা। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সর্বাত্মক সহযোগিতা সব সময় কামনা করি। সৌজন্য সাক্ষাৎকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা প্রমুখ উপস্থিত ছিলেন।