স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাড়ছে করোনাভাইরাস রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮৮২ জনে দাঁড়ালো। যা ২৪ ঘন্টায় শনাক্তের হার বিবেচনায় ২৬.০ শতাংশ। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের নিকট ২০টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে শনাক্ত হয় পাঁচ জনের। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থতার সনদ পায়নি। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৭ হাজার ৬৫৪ জন। ২৪ ঘন্টার করোনায় কারোর মৃত্যু হয়নি। এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ১৯০ এবং জেলার বাইরে ২০ জন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হোসেন বলেন , গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৯০ জনের এবং জেলার বাইরে ২০ জনের। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুদ রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদের ফলাফল : চুয়াডাঙ্গার জেবিন’র চমক
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ