স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে (১৩) বেধড়ক পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষক সজিবের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সজিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে বলে দৈনিক মাথাভাঙ্গাকে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান। গতকাল রোববার বিকেলে শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তোভোগী স্কুলছাত্র চুয়াডাঙ্গা শহরের জোয়ার্দ্দারপাড়ার বাসিন্দা। সে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। অভিযুক্ত শিক্ষক সজিব চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার আলী মাসুদ জোয়ার্দ্দার বাবুর ছেলে। স্কুলছাত্রের পিতা দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, আমার ছেলে হোম ওয়ার্ক করেছিলো না। এ কারণে শিক্ষক সজিব ছেলেকে বেতের লাঠি দিয়ে নির্মমভাবে বেধড়ক মারধর করে। যা সহ্য করার মতো নয়। ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ওই শিক্ষকের বিচারের দাবিতে ছেলের মা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আরও বলেন, থানায় অভিযোগ করার পর ওই শিক্ষকের পিতা আমাকে মোবাইলফোনে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে। বিষয়টি নিয়ে সামনে না আগানোর জন্যও হুমকি দেন। এ বিষয়ে সদর থানার ওসি মাহব্বুর রহমান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, স্কুলছাত্রের মা একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ