স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের খেজুরতলা গ্রামে সানজিদা খাতুন (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে তারই প্রাক্তন স্বামী রুবেলের বিরুদ্ধে। আহত সানজিদাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে। আহত সানজিদা খাতুন চুয়াডাঙ্গা সদরের খেজুরতলা গ্রামের রতনের দ্বিতীয় স্ত্রী।
আহত সানজিদা দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, মাস চার আগে রুবেলের সঙ্গে আমার ডিভোর্স হয়। আমরা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন। ডিভোর্সের তিন মাস পর আমি রতনকে বিয়ে করি। ভালোই চলছিলো সংসার। গতকাল বৃহস্পতিবার সকালে রুবেল আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। এসময় আমার প্রেমের প্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় তার সঙ্গে বাকবিতন্ডা হলে একপর্যায়ে আমাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, সানজিদার পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।