চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যে মেলায় জেলা প্রশাসক

যারা মেলায় স্টল দিয়েছে তাদের চমৎকার আইডিয়া

স্টাফ রিপোর্টার: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ সেøাগানে চুয়াডাঙ্গায় দু’দিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তারুণ্যে মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ তারুণ্যে মেলার আয়োজন করা হয়। তারুণ্যে মেলায় সদর উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ২৫টি স্টল স্থান পেয়েছে। মেলায় বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট, পিঠা উৎসব ও বইয়ের স্টলও রয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের মেলায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহম্মেদ মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিষ মোমতাজ, অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ (অব.) রেজাউল করিম, সরকারি আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ড. আব্দুর রশিদ, বৈষম্যবিােধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক ও সদস্য সচিব সাফফাতুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। তারুণ্যে মেলায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারুণ্যের মেলায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিজ্ঞান মেলা, বই মেলা ও পিঠা উৎসব তারুণ্যে মেলায় স্থান পেয়েছে। এটিই মেলার উদ্দেশ্য ছিলো। ভূমি সেবা বিষয়ে সেমিনার হয়েছে। নিজের প্রয়োজনে জমির দাগ ও খতিয়ান সম্পর্কে জানা দরকার। যারা বিজ্ঞান মেলায় স্টল দিয়েছে তাদের চমৎকার আইডিয়া। দেশ ও জাতির সাথে সামঞ্জস্য রেখে প্রজেক্ট তৈরি করেছে। তারা এটি বাস্তব জীবনেও প্রয়োগ করবে। বিচারকরা প্রজেক্টগুলো দেখে বিচার করবেন এবং তাদেরকে পুরস্কৃত করা হবে।
তারুণ্যে উৎসবে জেলা প্রশাসন কর্তৃক ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনারে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিষ মোমতাজ। এ সময় ভূমি বিষয়ক জ্ঞান, সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশ সরকার কর্তৃক ভূমি সেবাসমূহ ছাত্র-ছাত্রী ও তরুণ প্রজন্মের মাঝে সম্যক ধারণা প্রদান করা হয়। এ সময় কুইজ প্রতিযোগিতায় সুমাইয়া আক্তার, তাহমিন জান্নাত, মাসুদুজ্জামান, জাওয়াদুল ইসলাম, প্রধান বিশ^াস ও ফয়সাল মাহমুদ রাফিকে পুরস্কৃত করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More