স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে একরামুল শেখ (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। এদিন নতুন করে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে সর্বশেষ গত ৬ অক্টোবর করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছিলো। এরপর টানা ১৭ দিন পর গতকাল করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হলো। মৃত্যুবরণকারী একরামুল শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের মতলেব শেখের ছেলে। মৃত্যুর বিষয়টি দৈনিক মাথাভাঙ্গাকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম। তিনি বলেন, গতকাল শনিবার সকাল ৯ টা ৫৫ মিনিটে জ্বর-ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে (ইয়োলো জোনে) হাসপাতালে ভর্তি একরামুল শেখ। দুপুরে তার নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হয়। পরে গতকাল রাত ১০ টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ গতকাল শনিবার ৩৫ নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬৬। এদিন ৩৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে মোট ৩০ হাজার ৭১৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ সময় একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯০১ জনে। এ দিন কেউ সুস্থতার সনদ পায়নি। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ৬ হাজার ৬৪৬ জন। বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন একজন এবং বাড়িতে রয়েছেন ৪৬ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, ২৪ ঘন্টায় সদর হাসপাতালের হলুদ জোনে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৮৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন।